মেঘচিলে আপনাকে স্বাগতম!
সুহৃদ,
মেঘচিল একটি স্বপ্নের নাম। প্রেমে-অপ্রেমে, ভালোবাসায়-মন্দবাসায়, জাগতিক আলো-ছায়ায় কিংবা বোধের অন্তরালে পুষে রাখা ভাবটুকু প্রকাশের চিন্তা নিয়েই আমাদের যাত্রা শুরু। কি হবে কিংবা কি হবে না এসব নিয়ে ভাবনা নেই। কারণ আমাদের এই পথ চলাতেই আনন্দ।
শিল্প, সাহিত্য, সংস্কৃতির নানা বিষয় নিয়ে কাজ করতে চায় মেঘচিল। এ পথে তাই মেঘচিল আপনাকে পাশে চায়। মেঘচিল বিষয়ে আপনার পরামর্শ, মতামতকে আমরা গুরুত্ব নিয়ে দেখতে চাই। আমাদের আনন্দযজ্ঞে আপনিও মিশে যাবেন ভাঙা-গড়ার তাড়নায়, এই আশায় আমাদের পথ চাওয়া থাকবে। সকলকে কদম-কেয়ার শুভেচ্ছা।