:
Days
:
Hours
:
Minutes
Seconds

বই কিনবেন কোথায়

রকমারি ডট কম

‘জি, আপনাকে আমি চিনি? কারণ, আপনার সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক রয়েছে।’ ১৬২৯৭ নম্বরে ফোন করলেই কাব্যিক ভাষায় এমনতর কণ্ঠ আপনাকে স্বাগত জানাবে। নম্বরটি অনলাইনে বাংলা বইয়ের আড়ত রকমারি ডটকমের কলসেন্টারের। এই নম্বরে ফোন করে বছরজুড়ে পাঠক তার পছন্দের বই সংগ্রহ করতে পারবেন।

 

জনপ্রিয় এই ওয়েবসাইটটি যাত্রা শুরু করে ২০১২ সালের ১৯ জানুয়ারি। বিষয়-বৈচিত্র্যের সমাহারে অনন্য এই সাইটটিতে রয়েছে প্রদর্শিত বইগুলোর পরিচিতিও। বিষয়, লেখক ও প্রকাশক- এই তিনটি নিয়মিত ট্যাবের পাশাপাশি এখানে রয়েছে বইমেলায় প্রকাশিত নতুন বই এবং জনপ্রিয় বইয়ের পাশাপাশি রিভিউ ও বাড়তি ছাড়ের জন্য স্বতন্ত্র ট্যাব। এখান থেকে খুব সহজেই অনলাইনে বা ফোনে বইয়ের ফরমায়েশ করা যায়। মাত্র ৩০ টাকার পরিবহন খরচের বিনিময়ে ঘরে বসেই কেনা যেতে পারে ইচ্ছামতো বই। বইপ্রিয় পাঠকদের কাছে খুব অল্প সময়ে রকমারি.কম বিশেষ একটি স্থান দখল করে নিয়েছে। এখানে ক্যাশ অন ডেলিভারি পদ্ধতি যেমন রয়েছে তেমনি চালু আছে বিকাশ, ভিসা, মাস্টার কার্ড, পেইজা, ডিবিবিএল নেক্সাসের অনলাইন পেমেন্ট সুবিধা। ঢাকা ও জেলা শহরগুলোতে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে বই পৌঁছে দেয় রকমারি.কম। এ ছাড়া প্রত্যন্ত অঞ্চলগুলোতে পোস্ট অফিসের মাধ্যমেও বই সরবরাহ করা হয়।তথ্যসূত্র: যুগান্তর

বেঙ্গল বই

ধানমন্ডি ২৭-এর মীনাবাজারের পাশের গলিতে লালমাটিয়ার দিকে ঢোকার মুখে পড়বে ‘বেঙ্গল বই’।

গতানুগতিক বইয়ের দোকান নয় এটি। বেঙ্গল বইয়ের প্রথম তলায় থাকছে তরুণদের জন্য আড্ডা দেওয়ার ব্যবস্থা। এখানে বসে পড়া যাবে পুরোনো বই। পছন্দ হলে কোনো বই নিয়েও যাওয়া যাবে, সেটি ফেরতও দিতে হবে না। তবে তার একটা বিনিময়মূল্য রয়েছে। সেটি হলো নিজের সংগ্রহ থেকে দুটি বই এখানে দিয়ে যেতে হবে।

 

বই পড়া, আড্ডা দেওয়ার সময় এখানে মিলবে চা-শিঙাড়া। শুক্র-শনিবার ছুটির দিন সকালে করা যাবে সকালের নাশতাও। সঙ্গে আছে একটু খোলা জায়গা, যেখানে কখনো থাকে নতুন বই প্রকাশনা অনুষ্ঠান, কখনো কবিতা পাঠের আসর, কখনো সংগীতায়োজন আবার কখনো সাহিত্যসভা।

 

দোতলা মূলত বই কেনার জায়গা। নানা ধরনের বই এখান থেকে সবাই কিনতে পারবেন। অসুস্থ বা প্রতিবন্ধী কেউ লিফটে চড়ে দোতলায় এসে হুইলচেয়ারে পুরো জায়গা ঘুরে নিজের পছন্দমাফিক বই কিনতে পারবেন। এখানে আছে বারান্দায় বসে কফি খাওয়ার ব্যবস্থা।

 

তৃতীয় তলাটা বাচ্চাদের। এর নাম দেওয়া হয়েছে ‘আকাশকুসুম’। বাচ্চাদের বই পড়া, খেলাধুলার ব্যবস্থা আছে এখানে। মিলবে পাঠ্যপুস্তকও। খাতা-কলম-পেনসিলও পাওয়া যাবে। মিলবে ছবি আঁকার কাগজ, তুলি, রং। মাঝে মাঝে বাচ্চাদের জন্য এখানে হবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। বাবা-মায়েদের জন্য আছে ম্যাগাজিন পড়ার ব্যবস্থা।

 

তথ্যসূত্র: প্রথম আলো

Meghchil   is the leading literary portal in the Bengali readers. It uses cookies. Please refer to the Terms & Privacy Policy for details.