Content not found!
Please add specific content.

নাঈমা সিদ্দিকা
আবৃত্তি শিল্পী, নির্দেশক ও সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিউট্রিশনাল সায়েন্স এ এমফিল ডিগ্রী নেন। পরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজে অধ্যাপনা করেন বেশ কয়েক বছর। পরবর্তীতে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিও এবং রায়েরসন ইউনিভার্সিটি, কানাডা থেকে ডায়েটেটিকস এন্ড নিউট্রিশন এ পড়াশোনা করেন এবং বর্তমানে সেখানে বসবাসরত আছেন।
১৯৯৬ সাল থেকে তার স্বনন ঢাকা আবৃত্তি সংগঠনের সাথে একাত্মতা এবং যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। জোৎস্নার পংক্তি নামে সফল একটি আবৃত্তি প্রযোজনার নির্দেশনা দেন ও প্রতিনিধিত্ব শিল্পী হিসেবে দেশে বিদেশে আবৃত্তি অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন। তিনি আহমদ শরীফ দ্বিতীয় স্মারক গ্রন্থ সম্পাদনা পরিষদের একজন সদস্য হিসেবে কাজ করেছেন, এছাড়া ‘আবৃত্তি নির্বাণ’ নামে আবৃত্তি বিষয়ক একটি বই সম্পাদনা করেন।