:
Days
:
Hours
:
Minutes
Seconds
Author Picture

নাসরীন জাহান

আশির প্রতিনিধিত্বশীল কথাসাহিত্যিক, মঞ্চনাটকের সফল নাট্যকার এবং কবি। জন্ম ১৯৬৪ সালের ৫ মার্চ ময়মনসিংহের হালুয়াঘাটে। তাঁর বাবার নাম গোলাম আম্বিয়া ফকির, মা উম্মে সালমা— দুজনই প্রয়াত।

স্বামী আশরাফ আহমদ এবং কন্যা অর্চি অতন্দ্রিলাকে নিয়ে তাঁর একান্ত সংসার।

 

আশির প্রারম্ভ থেকে তার অনুপ্রবেশ ছোটগল্পে। পাঁচটি সফল গল্পগ্রন্থের পর তিনি লিখতে শুরু করেন উপন্যাস। এরপর তাঁকে আর পেছনে তাকাতে হয়নি। সেই অগ্রযাত্রা এখনো বহমান। বাংলা সাহিত্যের তিনি সেই দুর্লভ লেখকদের একজন যিনি গল্প এবং উপন্যাস— দুটি ক্ষেত্রেই সমান সৃষ্টিশীলতার পরিচয় দিয়ে চলেছেন।

 

উল্লেখ্য, তিনি ‘উড়ুক্কু’ উপন্যাসের জন্যে পেয়েছেন ফিলিপস সাহিত্য পুরস্কার, ‘পাগলাটে এক গাছ বুড়ো’ কিশোর উপন্যাসের জন্য আলাওল সাহিত্য পুরস্কার, সীতাকুণ্ড সাহিত্য পুরস্কার, খুলনা রাইটার্স ক্লাব পুরস্কার, সমগ্র সাহিত্যের জন্য বাংলা একাডেমি পুরস্কার।

 

‘উড়ুক্কু’ উপন্যাসের ইংরেজি অনুবাদ ‘The Woman Who Frew’ প্রকাশিত হয়েছে বিশ্বখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন থেকে। তাঁর মোট গ্রন্থ সংখ্যা আটচল্লিশ। তিনি পাক্ষিক ‘অন্যদিন’ পত্রিকার সাহিত্য সম্পাদক।

 

ছবি: কাকলী প্রধান

Content not found!
Please add specific content.

Meghchil   is the leading literary portal in the Bengali readers. It uses cookies. Please refer to the Terms & Privacy Policy for details.