আঁখি সিদ্দিকা
কবি, প্রাবন্ধিক। জন্ম ১৭ অক্টোবর, মানিকগঞ্জ।
বাংলায় স্নাতকোত্তর আঁখি কাজ করছেন একটি স্বায়ত্বশাসিত আর্থিক প্রতিষ্ঠানে।
প্রকাশিত গ্রন্থ
কাব্যগ্রন্থ: ছায়াচর, বালক, নক্ষত্রের জলে কয়েকটি তারা, বিষণ্ণ সরাইখানা।
গল্পগ্রন্থ: চড়ুইয়ের সাদা ডিম ভাঙা দুপুর।
সম্পাদনা করছেন ছোটকাগজ ‘মলাট’।
বিশ্বাস করেন ‘মানুষ তার স্বপ্নের সমান বড়’।