আলতাফ শাহনেওয়াজ
জন্ম ২৫ জুন ১৯৮১, ঝিনাইদহ জেলাশহরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। পেশায় সাংবাদিক।
প্রকাশিত গ্রন্থ
কবিতা: রাত্রির অদ্ভুত নিমগাছ (ঐহিত্য, ২০১১, তখন লেখকনাম ছিল নির্লিপ্ত নয়ন), আলাদিনের গ্রামে (চৈতন্য, ২০১৬), কলহবিদ্যুৎ (কবিতাভবন, ২০১৯), সামান্য দেখার অন্ধকারে (প্রথমা, ২০২০),
নাটক: নৃত্যকী (চৈতন্য, ২০১৬)।
সম্পাদনা করেছেন ছোটকাগজ ঢোল সমুদ্দুর (২০০১), ও শাখাভরা ফুল (২০০৯)।
আলাদিনের গ্রামের জন্য ‘আদম সম্মাননা ২০১৬’ এবং নৃত্যকীর জন্য ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৭’ পেয়েছেন।
ই-মেইল : [email protected]