দেবদ্যুতি রায়
জন্ম: ১০ সেপ্টেম্বর, ১৯৮৮। বেড়ে ওঠা রংপুরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে একটি উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠানে বছর কয়েক চাকুরি করেছেন। বর্তমানে সরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত।
লেখালেখির শুরু ছোটবেলাতেই, সাহিত্যপ্রেমী বাবার উৎসাহে। সচেতনভাবে লিখতে শুরু করেন বিশ্ববিদ্যালয় জীবন থেকে। কবিতা আর ছড়াও লেখেন তবে গল্প লিখতে স্বাচ্ছদ্য বোধ করেন। জীবনের প্রতিটি ক্ষেত্রেই লেখালেখিকে তিনি বিশেষ জায়গায় রাখতে চান।
প্রকাশিত বই- ‘আড়াল’ (২০১৮, গল্প সংকলন)।