নজরুল সৈয়দ
জন্ম ১৯৭৭ সালে। প্রাতিষ্ঠানিক পড়ালেখাকে অস্বীকার করে মূর্খ্যই থেকে গেছে আজীবন। ধরাবাঁধা সিলেবাসের বই ছেড়ে বেছে নিয়েছে মুক্ত পৃথিবীর খোলা পুস্তক।
সময়, মানুষ আর ইতিহাসকে জানা নজরুল সৈয়দের প্রধান নেশা। বিশেষ করে বাংলাদেশের ইতিহাস। ভারত ভাগ থেকে নব্বইয়ের গণ-অভ্যুত্থান, পুরো সময়টা নিয়েই বিস্তর পড়াশোনা করেন, জানতে চেষ্টা করেন। বিশেষ করে বাংলাদেশের মুক্তিসংগ্রামের এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি রয়েছে গভীর আগ্রহ।
ব্যক্তিগত জীবনেও মূলত লেখাটাই পেশা। এক সমুদ্র লিখবে বলে একসময় ছেড়েছিলো সবকিছু। সেই থেকে লিখেই যাচ্ছে, লিখেই খাচ্ছে। যার বেশিরভাগটাই অবশ্য জীবিকার তাগিদে। নিজের মতো করে নিজের জন্য তেমন কিছু লেখা হয়ে ওঠেনি এতকাল। বছর দশেক আগে একটা উপন্যাস লিখেছিলো বেনামে, সেটা তেমন বলার মতো কিছু নয়।
২০২০ সালের বইমেলাতে একযোগে প্রকাশিত হয়েছে নজরুল সৈয়দের দুটো বই। বাংলাদেশের ইতিহাসের অন্যতম রহস্যজনক একটি সময় অনুসন্ধান বিষয়ক ‘নভেম্বর ১৯৭৫’ আর কিশোর অ্যাডভেঞ্চার উপন্যাস ‘রেনুর পুতুল’। রেনুর পুতুল অবশ্য যৌথভাবে লিখেছেন কন্যা আকাশলীনা নিধির সঙ্গে।