প্রদীপ কর
কবি। জন্ম: আগস্ট ১৯৭৬ পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে। শিক্ষা: সংস্কৃত ও দর্শন বিষয়ে স্নাতকোত্তর। নব্বই দশকের কবি হিসেবে পরিচিত।
বাংলাভাষার সুপরিচিত বাণিজ্যিক পত্রিকা ও ছোটোপত্রিকায় প্রকাশিত কবিতা ছোটোগল্প প্রবন্ধের সংখ্যা পাঁচশতাধিক। ইয়োনা; উড়ন্ত সূর্যদ্বীপ; সিক্তধারা বর্ষালিপি; ছন্দজল, সাদাকালো কথা; সন্ধ্যার তুষুগ্রাম প্রকাশিত কবিতা বই। সম্পাদনা করেছেন একটি সাহিত্য পত্রিকা ‘সমাকৃতি’।
প্রকাশিত উপন্যাস দুটি। সাহিত্য ছাড়াও গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে অনেক। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের অধীন সংস্কৃতি মন্ত্রনালয় থেকে জুনিয়র ফেলোশিপ নিয়ে গবেষণা করেছেন এক হাজার বছরের প্রাচীন একটি তাসখেলা নিয়ে। সম্পাদনা করছেন প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব ও লোকসংস্কৃতি বিষয়ক সর্বভারতীয় মাসিক পত্রিকা ‘টেরাকোটা’।
অর্জন করেছেন বিনয় মজুমদার সম্মান, লোককৃতি সম্মান, পিস ওয়েলফেয়ার পুরস্কার, জিরাফ সম্মানসহ একাধিক সম্মান ও পুরস্কার।