ফরীদুল আলম
জন্ম, বেড়ে-ওঠা রাজধানী ঢাকা নগরীতে; যে শহর তাঁর পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত। এই শহরের পরতে পরতে অতীতের যে নির্যাস, যে সুরভি ছড়িয়ে রয়েছে—তার আঘ্রাণ নিয়ে নিয়ত নির্মিত হতে থাকে স্বীয় পছন্দের বিষয়গুলো নিয়ে বিভিন্ন চিন্তা-আখ্যান।
আগ্রহের কেন্দ্রবিন্দুতে ইতিহাস, প্রত্নতত্ত্ব, স্থাপত্যকলা আর শিল্পকলার বিভিন্ন মাধ্যম। সংগীত— বিশেষ করে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ভাষার পুরনো সংগীত তাঁর জীবন-চলার পথের অন্যতম পাথেয়। কবিতার অনুরাগী পাঠক ও তাত্ত্বিক হলেও তিনি কবিতা-রচয়িতা তথা ‘কবি’ নন। প্রাবন্ধিক, সাহিত্য-সমালোচক এবং বানান-বিশেষজ্ঞ হিসেবেই তাঁর পরিচিতি চেনামহলে।
অনুবাদকর্ম, গ্রন্থ-সম্পাদনা, পিএইচডি ও এম.ফিল গবেষণাকর্মে সহায়তা প্রদান, শিক্ষকতা ইত্যাদি কর্মে নিয়োজিত রেখেছেন নিজেকে। ভ্রমণে অসম্ভব উৎসাহী হিসেবে পৃথিবীর অনেক দেশ সফরের অভিজ্ঞতায় ঋদ্ধ হয়েছেন।
জীবনসঙ্গিনী জাবিলা ইয়াসমিন। শিক্ষিকা ও শিশুতোষ-গ্রন্থলেখিকা. তাঁর সকল কাজের অনুপ্রেরণাদাত্রী হিসেবে প্রায় সার্বক্ষণিক সহচরী।
প্রকাশিত গ্রন্থ
‘ইউকিও মিশিমা’র শ্রেষ্ঠ গল্প’ (অনুবাদগ্রন্থ; মূল: ইউকিও মিশিমা; ‘অগ্রদূত এন্ড কোম্পানি’, ঢাকা, ফেব্রুয়ারি ২০২০)
লোককিংবদন্তী : ময়মনসিংহ গীতিকা (গবেষণাগ্রন্থ; যুগ্ম-গবেষণা: আলমগীর মোহাম্মদ রনজু ও ফরীদুল আলম; আনুসা প্রকাশনী, ঢাকা, ২০০২)