মোহাম্মদ জসিম
কবি ও গল্পকার। ১৯৮৭ সালের ৩ এপ্রিল জীবনানন্দ দাশের স্মৃতিবিজড়িত বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কাঠিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ইংরেজী সাহিত্যে স্নাতকসহ স্নাতকোত্তর শেষে বর্তমানে বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত আছেন। চাকুরীসূত্রে বসবাস করছেন দ্বীপ উপজেলা মনপুরায়।
প্রকাশিত গ্রন্থসমূহ
ত্রয়োদশ দুঃস্বপ্ন (কাব্যগ্রন্থ, ২০১২), অসম্পাদিত মানুষের মিথ (কাব্যগ্রন্থ, ২০১৮), মিথ্যেরা সাত বোন (কাব্যগ্রন্থ, ২০১৯)। তামাশামণ্ডপ (অনুগল্প, ২০২০), কোলাহল চিহ্নিত (কাব্যগ্রন্থ, ২০২০)।
সম্পাদনা
পৃষ্ঠা (ছোটকাগজ), কফিন (ভাঁজপত্র)।