:
Days
:
Hours
:
Minutes
Seconds
Author Picture

লতিফুল ইসলাম শিবলী

প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী। জন্মঃ ১৪ এপ্রিল, নাটোরে। গীতিকার পরিচয়ের বাইরে লতিফুল ইসলাম শিবলী একাধারে কবি, নাট্যকার এবং অভিনেতাও।

 

গ্রুপথিয়েটার নাট্যচক্রের সঙ্গে মঞ্চনাটকে কাজ করতে করতেই ধীরে ধীরে বিকশিত হতে থাকেন শিল্পের অন্যান্য মাধ্যমে। অভিভাবকদের রক্তচক্ষু উপেক্ষা করে একদল গানপাগল তরুণ ব্যান্ড সংগীতের মাধ্যমে বাংলা গানের ধারায় যে-পরিবর্তন এনেছে, শিবলী তাদেরই অন্যতম। তাই অল্প সময়ের মধ্যেই শিবলী পরিণত হয়েছেন এদেশের ব্যান্ড সংগীতজগতের কিংবদন্তি গীতিকবিতে ।

 

তাঁর লেখা প্রায় ৩০০/৪০০ জনপ্রিয় গানের মধ্য- জেল থেকে বলছি, তুমি আমার প্রথম সকাল, কষ্ট পেতে ভালবাসি, কেউ সুখি নয়, হাসতে দেখো, গাইতে দেখো, কত কষ্টে আছি অন্যতম।

 

তিনি একজন সফল নাট্যকার। বিটিভির যুগে তাঁর লেখা প্রথম সাড়া জাগানো নাটক ‘তোমার চোখে দেখি'(১৯৯৫)। আরও লিখেছেন- রাজকুমারী, হাইওয়ে টু হেভেন, গুড সিটিজেন, নুরু মিয়া দ্যা পেইন্টার, যত দূরে থাকো, বৃষ্টি আমার মা, আন্ডারগ্রাউণ্ড, শহরের ভিতরে শহর, দ্যা ব্রিফকেস সহ জনপ্রিয় সব নাটক।

 

প্রকাশিত বই- ‘ইচ্ছে হলে ছুঁতে পারি তোমার অভিমান’ (১৯৯৫, কবিতা), ‘তুমি আমার কষ্টগুলো সবুজ করে দাও না’ (২০১০, কবিতা), মাথার উপরে যে শূন্যতা তার নাম আকাশ, বুকের ভেতরে যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস’ (২০১৪, কবিতা)। ‘বাংলাদেশে ব্যান্ড সংগীত আন্দোলন'(১৯৯৭, প্রবন্ধ)। দারবিশ (২০১৭, উপন্যাস), দখল (২০১৮, উপন্যাস)।

 

প্রথম অ্যালবাম- ‘নিয়ম ভাঙার নিয়ম'(১৯৯৮)। তাঁর কাহিনী সংলাপ এবং চিত্রনাট্যে প্রথম পূর্ণদৈঘ্য চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল'(২০১৫)।

 

স্বভাবজাত বোহেমিয়ান, ঘুরেছেন ইউরোপের পথে-প্রান্তরে… ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, জার্মানি; এছাড়া ভারত, সৌদি আরব, কাতার, দুবাই, চায়না । প্রিয় বিষয় কম্পারেটিভ আইডিওলজি অ্যান্ড রিলিজিয়ন স্টাডিজ, পলিটিক্স, হিস্ট্রি, এনভায়রনমেন্ট, পেইন্টিংস।

Meghchil   is the leading literary portal in the Bengali readers. It uses cookies. Please refer to the Terms & Privacy Policy for details.