শাকির এলাহী
শাকির এলাহীর জন্ম ঢাকায়। আজন্ম শৈশব রাজধানীতেই কেটেছে। বইপড়ুয়া এক পরিবারে জন্ম হওয়ায় ছোটবেলা থেকেই বইয়ের সঙ্গে সখ্যতা। পরিণত বয়সে এসে লেখালেখিতে যুক্ত। প্রথম বই, ‘দর্শনের নতুন প্রস্তাবনা’ বেরিয়েছে দিব্যপ্রকাশ থেকে। দার্শনিক গ্রন্থের একনিষ্ঠ পাঠক্ল। লেখালেখিতেও তাই দর্শনের প্রতিচ্ছবি। পুত্র মোয়াজ আহমেদ ও স্ত্রী ফৌজিয়া চৌধুরীকে নিয়ে তার সংসার।