শীর্ষেন্দু দত্ত
জন্মঃ ১২ সেপ্টেম্বর ১৯৬৯, ভারতের ইস্পাত নগরী জামসেদপুরে। চার বছর বয়সে বাবাকে হারান পথ দুর্ঘটনায়। মায়ের সাথে কলকাতায় চলে আসেন। মেজমামা অরুণ আইন একজন পরিচিত লেখক ছিলেন। তার কাজে প্রাণিত হয়ে লেখা শুরু। পরবর্তীতে সর্বক্ষণের রাজনৈতিক কর্মী হয়ে যান।
প্রায় সাতাশ বছর কমিউনিস্ট পার্টি করে ছেড়ে এসে সর্বক্ষণের লেখক হিসেবে কাজ করে চলেছেন। সতেরো বছর ধরে নতুনশতক ও মনকলম পত্রিকার সম্পাদনা করছেন। এছাড়া পার্টি জীবনে যুব ও শ্রমিক সংগঠনের মুখপত্র সম্পাদনা করেছেন। প্রকাশিত বই পাঁচটি। প্রকাশিত লেখা প্রায় চারশো। মূলত গল্পকার হলেও চারটি উপন্যাস ও কবিতা, অনুবাদ ও প্রবন্ধ লিখেছেন বেশকিছু। সহসহধর্মিনী সায়ন্তনী নাগও একজন পরিচিত লেখিকা। ভারতের একসময়ের ফরাসি কলোনি চন্দননগরে বর্তমান বাস।
২০০৯ থেকে ২০১৪ সময়কালে লেখকের প্রকাশিত বই- ‘আমার নাম আইরিন‘ (গল্প সংকলন), ‘বৃত্তের মধ্যে‘ (উপন্যাস), ‘স্বপ্ন ব্যাটন‘ (উপন্যাস), ‘বাতিল রানওয়ে‘ (নভেলেট), ‘লূমটেক্স জুটমিলের কথা‘ (প্রবন্ধ)।