সাবেরা তাবাসসুম
জন্ম শেষ পৌষের তীব্র শীতে; ১৩ জানুয়ারি ১৯৭৮। প্রাতিষ্ঠানিক শিক্ষা নৃবিজ্ঞানে; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। উন্নয়ন প্রতিষ্ঠানে কাজ করেছেন প্রায় দশ বছর।
এখন সময় কাটে কবিতায়, অনুবাদে আর প্রিয়তম পুত্র সুফি দানিয়ুবের সান্নিধ্যে। কবিতার সাথে আজন্ম সখ্য যার হাত ধরে তিনি প্রিয়তম পিতা মোঃ সাইদুল হক ভুইয়া।
প্রকাশিত কাব্যগ্রন্থ- শিরোনামহীন ব্যাকুলতা (১৯৯৫), আমি যখন জানবো আমার মৃত্যু হয়েছে, রায়তি ভূমি, আরশি, জোহান্সবার্গে সোনা নিয়ে যেও না, এবং বুজুর্গ বৃক্ষের কাছে শেখা সহিষ্ণুতা, মা এখন বাক্সবন্দি, পিতামহী ও স্বাধীন রাষ্ট্র, নিরাকার তোমার আয়নায়, কোলাহলে নেই সেই পাখি, নুন সত্য চিনি সত্য এবং, প্রেমের কবিতা।