সুহৃদ শহীদুল্লাহ
জন্ম: ২৯ এপ্রিল, ১৯৭৫। সুহৃদ শহীদুল্লাহর প্রধান মনোযোগ কবিতায়। পাশাপাশি অনুবাদে। বেশিরভাগ কবিতাকে ঘিরেই। এপর্যন্ত নিজের কবিতার বইয়ের সংখ্যা ৬টি। অনুবাদের বই ৩টি। রাইনার মারিয়া রিলকের ‘তরুণ কবির প্রতি চিঠি’ এবং সমসাময়িক ফরাসি কবি লিন্দা মারিয়া বারোসের ‘রেজর ব্লেডে তৈরি বাড়ি’ এবং হাইওয়ে A4 ও অন্যান্য কবিতা’। সুহৃদের সম্পাদনায় ও অনুবাদে ২০১৯ সালে ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত হয়েছে ‘তরুণ কবিকে বলি’।
এখন পর্যন্ত সুহৃদের কবিতা অনূদিত হয়েছে ফরাসি, জার্মান, রুমানিয়ান এবং ইংরেজি ভাষায়। ফরাসি অনুবাদে প্যারিস থেকে ২০১৮ সালে প্রকাশিত হয়েছে তাঁর বই: L’odeur d’antiseptique empoigne la ville। লা ট্রাডুকটেয়ার নামে প্যারিস থেকে প্রকাশিত একটি দ্বিভাষিক শিল্প-সাহিত্যের কাগজের সাথে জড়িত। প্যারিসে আন্তর্জাতিক ইঙ্গ-ফরাসি কবিতা উৎসবে নিজের কবিতা উপস্থাপনা করেছেন বেশ কয়েকবার।
প্রায় দু’দশক ধরে অন্যতম সম্পাদক হিসেবে সম্পাদনা করছেন লিটলম্যাগাজিন ‘শিরদাঁড়া’। পাশাপাশি সম্পাদনা করছেন ইংরেজি ভাষায় আন্তর্জাতিক ওয়েবজিন: Glocalit। লিটল ম্যাগাজিন ও ওয়েবজিন ছাড়া কোনো প্রাতিষ্ঠানিক কাগজে লিখেন না সুহৃদ।
ওয়েবসাইট: shuhridshahidullah.com