হামিরউদ্দিন মিদ্যা
জন্মঃ ১৪ই জানুয়ারি ১৯৯৭, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোনামুখীর রূপপাল গ্রামে। শিক্ষাঃ ২০১৫ সালে H.S পরীক্ষায় উত্তীর্ণ, ধুলাই আর.কে.এম বিদ্যামন্দির থেকে। বিভিন্ন কারণে পড়াশোনার এখানেই ইতি ঘটে।
২০১৫সালের শেষের দিকে লেখালেখি আরম্ভ। প্রথম গল্প ‘লক্ষীর বাহন’ প্রকাশিত হয় ‘লগ্নউষা’ পত্রিকায়। তারপর বিভিন্ন পত্রপত্রিকায় লিখে যাচ্ছেন। এখনো কোনো গল্পগ্রন্থ নেই। নেশা সাহিত্য, লোকসংগীত শোনা, ছবি তোলা।