:
Days
:
Hours
:
Minutes
Seconds
Author Picture
সৈয়দ তারিক

কবি, ভাবুক

ফয়েজ আহমেদ ফয়েজের দ্বিপদীগুচ্ছ
প্রচ্ছদ: রাজিব রায়

জীবনটা গরিব লোকের জামা

ফয়েজ আহমেদ ফয়েজের দ্বিপদীগুচ্ছ

Faiz Ahmad Faiz [1911 – 1984]  With jailmate Sajjad Zaheer.  Image Source: dawn.com
১.
তোমার মুখশ্রী জীবনে বসন্ত এনে দেয়,
তোমার দুটি চোখ ছাড়া দুনিয়ায় আর কী-বা আছে?

 

২.
দুনিয়ায় প্রেম ছাড়াও আরও দুঃখ আছে,
দুনিয়ায় আলিঙ্গন ছাড়াও আরও আনন্দ আছে।

 

৩.
হায়! আমার চোখ এখনও উঁকি দেয়, আমি কী করব?
হায়! তোমার সৌন্দর্য এখনও মনমাতানো, আমি কী করব?

 

৪.
আমি প্রচারক নই, নেতা নই, কমরেড নই, সাংবাদিকও নই;
আমি এমন ধরনের পরামর্শ দেব না, যে বিষয়ে আমি জানি না।

 

৫.
আমার ভাগ্য নিয়ে খেলা-করা ওহে খেলোয়াড়,
আমাকে ভাগ্য সম্পর্কে অজ্ঞ বানিয়ে দাও।

 

৬.
কোথায় যাব সেটা এখন আমার ব্যাপার,
আমার পথকে পথপ্রদর্শকের থেকে আলাদা বানিয়ে ফেলেছি।

 

৭.
আসছে সে, আসবে, পথেই আছে সে;
সারাটা রাত আমি জেগে ছিলাম আমার দিনের অপেক্ষায়।

 

৮.
জীবনটা গরিব লোকের জামা,
এতে একের পর এক বেদনার তালি লাগানো হয়।

 

৯.
দোজখে গিয়ে কেউ কাঙ্ক্ষিত শরাব পেতেও পারে, না পেতেও পারে;
কিন্তু সে অন্তত মোল্লার হাত থেকে রেহাই পাবে।

 

১০.
প্রেমরোগে আক্রান্ত হয়ে পড়ে আছি, তুমি সারাচ্ছ না কেন?
কেমন বৈদ্য তুমি? আমাকে সারাও, আমি মিনতি করছি।

 

১১.
আমি অলস, আমি ফরহাদ নই;
মৃতের এই শহরে আমি ছাড়া আর কে আছে?

 

১২.
দেখবার মতো আমার আর কিছুই কি আছে?
তোমার সাথে প্রেমের অভিজ্ঞতাই তো আমার আছে।

 

১৩.
আমরা কলম ও ফলকের যত্ন করে যাব,
হৃদয়ের বেদনার কথা লিখব আমরা, সেগুলোকে প্রতিরোধ করে যাব।

 

১৪.
বন্ধু হে, যদিও এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়
তবু, প্রিয়তমের সাথে মিলন কেবলই একটা আকাঙ্ক্ষার ব্যাপার নয়।

 

১৫.
মরুভূমির নির্জনতায় বালু ও ছাই থেকে দূরে
জুঁই ও গোলাপ ফুটে ওঠে তোমার ছোঁয়ায়।

 

১৬.
আমার হৃদয় এখনও আশা হারায় নাই, অসফল হয়েছে শুধু;
দুঃখের সন্ধ্যা দীর্ঘ হতে পারে, কিন্তু সে তো কেবল সন্ধ্যাই।

Meghchil   is the leading literary portal in the Bengali readers. It uses cookies. Please refer to the Terms & Privacy Policy for details.