:
Days
:
Hours
:
Minutes
Seconds
Author Picture

সেলিম মোরশেদ

২২ মার্চ ১৯৬২-তে যশোর শহরে জন্ম নিয়েছেন সেলিম মোরশেদ। বাবা ছিলেন সরকারি চাকরিজীবী। বদলির কারণে তাকে বহু শহরে ঘুরতে হয়েছে, পড়তে হয়েছে অনেক স্কুল-কলেজে। ছাত্র ছিলেন যশোর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরি হাই স্কুলের। কলেজ ছিলো সাতক্ষীরা কালিগঞ্জ কলেজ, সুন্দরবন কলেজ, খুলনা। পরবর্তীকালে ঢাকা কলেজ।

 

স্নাতকোত্তর ইংরেজি সাহিত্যের শেষবর্ষের ছাত্র থাকাকালীন বিভাগীয় শিক্ষার বিরতি। বিচিত্র সব পেশাগত দায়িত্ব পালন করেছেন তিনি। পাক্ষিক ও দৈনিক পত্রিকার সম্পাদনা (উল্লেখ্য, এই লেখক ১৭ বছর বয়সে যশোর প্রেসক্লাবে ভোটে নির্বাচিত হয়ে কার্যনির্বাহী সদস্য হন।) জুতো কারখানার নির্বাহী, যক্ষ্মারোগের প্রকল্পে মাঠকর্মী থেকে শুরু করে গৃহশিক্ষকতা অব্দি।

 

গল্প লিখতে আরম্ভ করেছিলেন আশির দশকের একেবারে গোড়া থেকে। গাণ্ডীব, অনিন্দ্য, সংবেদ, চর্যাপদ, দ্রষ্টব্য, প্রতিশিল্প, শিরদাঁড়া, জঙশন, সূর্যঘড়ি ইত্যাদি ছোটকাগজের মাধ্যমে চর্চা করে আসছেন কথাসাহিত্যের।

 

তাঁর প্রথম গল্প গ্রন্থ ‘কাটা সাপের মুণ্ডু’ এবং উপন্যাস ‘সাপলুডু খেলা’ দুই বাংলায় ব্যাপক আলোচিতই শুধু নয় গ্রন্থদুটি স্থায়ী আসন করে নিয়েছে।

 

তাঁর ‘কাটা সাপের মুণ্ডু’ ও ‘সুব্রত সেনগুপ্ত’ গল্পদুটো দীর্ঘদিন ধরে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত।

 

অনমনীয় ও নিরীক্ষাপ্রবণ এই কথাসাহিত্যিক বর্তমান বাংলাসাহিত্যের বিরুদ্ধ স্রোতধারার অনিবার্য স্বাতন্ত্র্য।

 

পুরস্কার ও সম্মাননা

  • ‘স্বগতকণ্ঠ’ আয়োজিত ‘রচনাসংগ্রহ-১’-এর প্রকাশনা অনুষ্ঠান ও সম্মাননা’ ২০১১, যশোর।
  • ‘লোক সাহিত্য পুরস্কার’ ২০১৯।

(বিস্তারিত)

Meghchil   is the leading literary portal in the Bengali readers. It uses cookies. Please refer to the Terms & Privacy Policy for details.