এর্নেস্তো কার্দেনাল-এর কবিতা
সলেন্তিনামের অর্থ
বারো বছর আগে
আমার দুই খ্রিস্টভ্রাতাকে নিয়ে
আমি সলেন্তিনামে যাই,
একটি ছোট্ট ধ্যানী সম্প্রদায় গড়ে তুলব বলে…
ধ্যান
আমাদেরকে বিপ্লবের কাছে নিয়ে গিয়েছিল;
আর এটাই স্বাভাবিক ছিল,
কেননা লাতিন আমেরিকায়
একজন ধ্যানী মানুষ
রাজনীতির লড়াইকে পিঠ দেখাতে পারে না…
আমাদেরকে যা রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি শানিয়ে তোলে
সেটা ছিলো সুসমাচারসমূহ।
প্রার্থনার সময় আমরা কৃষকদের সঙ্গে
এই সুসমাচার নিয়ে কথা বলি
সংলাপের মত করে,
এবং তারা বুঝতে শুরু করে
স্বর্গীয় বার্তার
সারাৎসার:
শুনতে পায় ঈশ্বর-রাজ্যের আগমনধ্বনি,
অর্থাৎ পৃথিবীতে সাম্যের সমাজ
প্রতিষ্ঠার…
আমরা প্রথমে অহিংস বিপ্লবের
চেষ্টা করেছিলাম।
পরে বুঝতে পারি
এই মুহ‚র্তে নিকারাগুয়ায়
অহিংস লড়াই সম্ভব নয়…
এখন আমাদের সম্প্রদায়ের
সবকিছুই শেষ হয়ে গেছে।
সলেন্তিনামে
ছিল এক টুকরো স্বর্গের মতন,
কিন্তু নিকারাগুয়ায়
সেই স্বর্গ এখনও অসম্ভব।