:
Days
:
Hours
:
Minutes
Seconds
Author Picture
সেলিম মোরশেদ

কথাসাহিত্যিক

সেলিম মোরশেদের কবিতা
শিল্পকর্ম: শাহীনুর রহমান

সেলিম মোরশেদের কবিতা

মৃত্যুর গান

কোন সেই প্রতিপক্ষ
যে আমার সুষমা কেড়েছে?
কোন সে সবুজ
নির্মাণ ক্ষতবিক্ষত করে!
আমার হাতে এই-যে অনাদি
রেবতীর কাল
গড়িয়ে যাওয়া প্রত্নপাথরের ধার!
রাত্রির অপরতায় আমাদের বিচ্ছিন্নতা
নিলাজ মোমের আলো
আজন্ম নেভায় উত্তরাধিকার
যখন স্রোতের ঊনতা
শুকিয়ে যাওয়া রক্তে।
যে বীজ এ আমি করেছি বপন
অনাগত সে-ও এর দাবিদার,
যে রোদ এসেছে কাল
মমতায় সনাক্ত হয়েছে সে-ও।
যেন বেঁচে থাকা
অসীমের অন্ধকারে অনতি’র মৃত্যু;
প্রজন্ম-প্রবণতায় আমি ডুবে যাই
হা—ঈশ্বর,
পরজন্মে যেন বৃষ্টিফোঁটায় জন্মাই! 

 

মৃত্যুর গান

যেখানে দাঁড়িয়ে আছি রোদ তারও পরে
হাঁটতে চেয়েছি যে-পথে তারও পরে ফুল
জেনেছি মৃত্যুই ব্রহ্মাণ্ডের ছায়া
জীবন প্রতিবিম্বের তুল্য নয়।

রাতভর ঘুম আসে না, দু’চোখ নেই তাই
অজগরের বাচ্চারা নিঃশ্বাসে, পেঁচিয়ে রাখে কণ্ঠনালী;
অবিরত বেঁচে থাকি জীবন-জীবন বলে; অতঃপর
নক্ষত্রগুলো স্বপ্নহীন, হাইব্রিড খইয়ের মতো
আটকে থাকে পলিথিনে।

মূসার যমজ হয়ে মৃত্যুকে চড় দিয়েছি
চেয়েছি আয়ুর সীমানা স্পর্ধিত সত্তায়
নিশ্চয় ঈশ্বর নেমে এলে প্রাপ্যটুকু পাবে
আমাদের মৃত্যু হোক সাড়ে তিনফুট হাওয়ায়
সুদৃশ্য পিরিচের সুগন্ধি ফুলকেক হয়ে।

শিল্পকর্ম: শাহীনুর রহমান

 

মৃত্যুর গান

মেয়েগুলো বেশ্যা হয়ে গেছে
বেশ্যারা ভুলেছে রতিবিলাস
যাদের প্রেমিকা হওয়ার কথা ছিলো
হয়েছে নিরবচ্ছিন্ন বন্ধু
আর বন্ধু? ধাপে ধাপে শত্রু হচ্ছে—
এ জন্যেই যেন বেঁচে থাকা!

 

মৃত্যুর গান

রাত্রিবাস এখন নির্মম
মেঘ নেই, হাওয়া স্তব্ধ
করোটিতে কেউটের পথ্য!

 

গ্রন্থভূক্ত: দাঁড়িয়ে অতৃপ্ত রোদ

Meghchil   is the leading literary portal in the Bengali readers. It uses cookies. Please refer to the Terms & Privacy Policy for details.

error: Content is protected !!