আমাদের পৌষমাঘ শিস্ ও সানাইজনিত
আছে দুঃখ আছে মৃত্যু
হাওয়ার ভিতর হাওয়া সন্ধান করি। সন্ধান
পেলে; সন্দেহ করি সে সত্যিই হাওয়া কি না।
যদি সত্যি হয়– জড়িয়ে ধরবো। যদি মিথ্যে
হয়– যেন জড়িয়েই ধরতে পারি।
একা
কাউকে ব’লে যেতে হয়না
এপাড়া সে’পাড়া অনির্ধারিত জঙ্গলের ভিতর
অস্ফুট উদ্ভিদ; তাহাদের শিশিরতুল্য কথোপকথন,
আকাশে-আকাশে অতিষ্ঠ বকপক্ষীর দল…
ভুবন পেরিয়ে
যাবার কালে এ’সকল মায়া
দীঘির জলে ফেলে যেতে হয়।
গাছেদের বিয়ের মন্ত্র
নতুন পাখির ভিতর তীব্র শ্বাসের মতো
আমাদের পৌষমাঘ শিস্ ও সানাইজনিত।
হলুদ কবিতায় ভরে থেকো রাত
গান ফুরিয়ে গেলে, কাগজ ওড়ানোর শব্দ
কাগজ উড়ে গেলে আবার গান
এই দ্বিতীয় গানটিকে কাগজের ওপর রেখে
গায়কের পিছু পিছু চলে যাবো আমি
জোছনার মতো খুব সমুদ্রবিলাসী হবো।
পিকনিকে হারিয়ে এসেছো কিছু
কাঠের আলনা ঘেষে দাঁড়িয়ে আছো
সজল; শরীরে সুগন্ধ নাই বহুকাল