:
Days
:
Hours
:
Minutes
Seconds
Author Picture
সৈয়দ তারিক

কবি, ভাবুক

নিদা ফাজলির দ্বিপদীগুচ্ছ
প্রচ্ছদ: রাজিব রায়

দুনিয়া এক প্যাকেট তাসের মতো টেবিলে পড়ে আছে

নিদা ফাজলির দ্বিপদীগুচ্ছ

Nida Fazli‬, Jagjit Singh and Lata Mangeshkar. Image Source: indianexpress.com

১.
তাকে বোঝাতে পারি নাই আমার মনের দশা,
সেও অনুমান করতে পারে নাই আমার নীরবতার ভেদ।

 

২.
মিথ্যা সীমানা সব, দেশভাগ সমস্তই ধোঁকা;
দিল্লি হতে লাহোর পর্যন্ত সবখানে নিম তিতা।

 

৩.
হিন্দুরা করছে ভালো, মুসলমানেরাও সে রকমই;
কেবল মানুষ সবখানে ভোগে দুঃখ-যাতনায়।

 

৪.
সুফির আহ্বান ভালো, পণ্ডিতের জ্ঞানও;
আসল সত্য থাকে অভিজ্ঞতায়।

 

৫.
মানচিত্র হাতে জাগে শিশুর বিস্ময় :
কীভাবে খেয়েছে উই পুরো হিন্দুস্তান!

 

৬.
তুমি আর আমি দুজনেই ট্রেনের যাত্রী, যেটি চলছে আর থামছে;
যার-যার গন্তব্যে পৌঁছানোর আগে আমরা একত্রেই আছি।

 

৭.
প্রত্যেক ব্যক্তির মধ্যে অনেক-অনেক মানুষ রয়েছে,
তাদের মধ্যে যাকে দেখতে চাও তাকে বার বার দেখ।

 

৮.
সবদিকে সবখানে অগুনতি মানুষ
সঙ্গহীনতায় ভোগে তবুও মানুষ।

 

৯.
বাগানে যখন যাবে মেনো এ আদব,
ফুল হতে প্রজাপতি তাড়িয়ে দিও না।

 

১০.
বাড়ি থেকে মসজিদ অনেক দূরে, আসো এক কাজ করি,
কান্নারত একটা শিশুকে হাসাই।

 

১১.
মসজিদ তাদের জন্য যারা নামাজ পড়ে,
নিজের ঘরের কোথাও খোদাকে রাখো।

 

১২.
সব মিথ্যাই বইয়ের মধ্যে লেখা আছে,
তোমার সত্য তোমার আজাবের মধ্যে আছে।

 

১৩.
ভিতরে রাখা মূর্তিকে ঘি, পুরি, মিষ্টান্ন নিবেদন করা হয়,
মন্দিরের বাইরে ঈশ্বর ভিক্ষা মাগে।

 

১৪.
আলিশান মসজিদ দেখে বাচ্চাটি অবাক হয়ে বলল,
তোমার এত্ত বড় বাড়ি!

 

১৫.
হিন্দুরাও মজা করছে, মুসলমানেরাও তাই;
মানুষেরা এখানেও পেরেশান, ওখানেও।

 

১৬.
কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান;
মানুষে পরিণত না হবার জন্য সবাই হন্যে হয়ে আছে।

 

১৭.
আমরা আমাদেরকে বদলাইনি, একই রকম রয়ে গেছি;
লোকেদের সাথে আমরা মিলিত হই, কিন্তু অচেনাই থেকে যাই।

 

১৮.
যা বলা হচ্ছে তা সবাই শোনে, কিন্তু মর্মবেদনা কেউ জানে না;
শোরগোলময় বাজারের মধ্যে নৈঃশব্দকে কেউ চিনতে পারে না।

 

১৯.
কেউই নিখুঁত জগৎ পায় না,
জমিন পেলে আসমান পায় না।

 

২০.
জীবনে আমরা নিজেদের পথে চলি না,
বাতাস আমাদের যেদিকে নিয়ে যায় সেদিকেই যাই।

 

২১.
আগে বাসার সব কিছু আমাদের ছিল, কিন্তু এখন
এমন অনুভব হয় যে আমি আর নিজের বাসায় নাই।

 

২২.
চলো, আমাদের মনোবেদনা অন্য কোথাও নিয়ে যাই,
চলো, ছড়ানো-ছিটানো জিনিসপত্র দিয়ে সুন্দর কিছু তৈরি করি।

 

২৩.
দুনিয়াটা, বলতে গেলে, এক জাদুর খেলনা;
যদি সেটাকে পেয়ে যাও তো ওটা কিছুই না, হারালে সেটা অনেক কিছু।

 

২৪.
বাচ্চাদের কল্পনাপ্রবণ করে লাভ নাই,
বইপত্র পড়বার পর ওরা আমাদের মতোই হয়ে যাবে।

 

২৫.
আমার কিছু অংশ নিজের জন্য, কিছু অংশ পৃথিবীর জন্য,
বাড়ির বাইরে আমার উপস্থিতি সবাইকে খুশি রাখার জন্য।

 

২৬.
যে পর্যন্ত আমরা পৌঁছেছি তার ভ্রমণবৃত্তান্ত লেখা যাক,
কারণ আমরা অন্য গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছিলাম।

 

২৭.
দুনিয়া এক প্যাকেট তাসের মতো টেবিলে পড়ে আছে
এখানে কেউ হেরে যাবে, আবার কেউ-বা জিতবে।

 

২৮.
তুমি চলে যাবার পর তোমাকে ভুলে যাওয়া মোটেই সহজ হয়নি,
যতই তোমাকে ভুলতে চেষ্টা করেছি, ততই স্মরণ করেছি।

Meghchil   is the leading literary portal in the Bengali readers. It uses cookies. Please refer to the Terms & Privacy Policy for details.