বিধান রিবেরু
জন্ম ২২ সেপ্টেম্বর; ঢাকা। শিক্ষা : সাংবাদিকতা ও চলচ্চিত্রে মোট দুটি স্নাতকোত্তর। এর আগে কম্পিউটার সায়েন্সে স্নাতক।
প্রকাশিত বই— চলচ্চিত্র পাঠ সহায়িকা [রোদেলা, ২০১১], চলচ্চিত্র বিচার [কথা, ২০১৪], বলিউড বাহাস [চৈতন্য, ২০১৫], উসমান সেমবেনের চলচ্চিত্র হালা [কথা, ২০১৭], শাহবাগ : রাজনীতি ধর্ম চেতনা [প্রকৃতি, ২০১৪], বিবিধ অভাব : লিওনার্দো, লালন ও লাকাঁ [ঐতিহ্য, ২০১৫], অনুভূতিতে আঘাতের রাজনীতি ও অন্যান্য [ঐতিহ্য, ২০১৭] , বাংলাদেশে/র চলচ্চিত্র [আত্মজা পাবলিশার্স, ২০১৮]