সুমনকুমার দাশ
জন্ম সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার সুখলাইন গ্রামে। বাংলার বহুবিচিত্র লোকসংস্কৃতির উর্বর ও অনুর্বর ধারাগুলো নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষেত্রানুসন্ধান করছেন। তাঁর পছন্দ ও আগ্রহের বিষয় বাংলা লোকগান ও সংস্কৃতি।
প্রায় এক যুগ ধরে দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে লোকগান সংগ্রহ করেছেন। তাঁর সংগ্রহে অন্তত ৬০ থেকে ৭০ হাজার লোকগান এবং নানা ধরণের প্যাঁচালি ও লোকনাট্যের পাণ্ডুলিপি রয়েছে। এছাড়া লোকায়ত আচার-সংস্কৃতি-রীতিনীতি নিয়ে একাধিক বই রচনা করেছেন। এ পর্যন্ত তাঁর রচিত ও সম্পাদিত প্রায় অর্ধশতাধিক বই বেরিয়েছে।