:
Days
:
Hours
:
Minutes
Seconds

উৎসর্গ সঞ্চয় প্রথম

সেলিম মোরশেদ: নির্বাণে উদযাপন

মেঘচিল কহন

অবশেষে আলোর মুখ দেখলো ‘নির্বাণে উদযাপন’। কথাসাহিত্যিক সেলিম মোরশেদের সাহিত্যকর্ম নিয়ে যখন মেঘচিলে ক্রোড়পত্র প্রকাশের কথা ভেবেছিলাম তখন বর্তমান এই বাস্তবতা আমরা কল্পনাও করিনি। অপরিচিত এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য আমরা তাই বারবার থেমেছি। আর এখন তো সবাইই খাপ খাইয়ে নিয়েছি নিজেদের।

 

শিল্প-সাহিত্য-সংস্কৃতির নানাদিক নিয়ে কাজ করার চিন্তা থেকে মেঘচিলের জন্ম। আর এ যাবতীয় ভাবনার একটি অংশ এই— মেঘচিল ডট কম। আমাদের কোথাও পৌঁছানোর তাড়া নেই। কেবল সৃজনযজ্ঞে কিছুটা সময়ের উদযাপন।

এই ক্রোড়পত্রটি আমাদের কাছে নানা কারণে গুরুত্বপূর্ণ। আয়োজনটি এ সময়ের এমন এক বিরলপ্রজ কথাসাহিত্যিককে নিয়ে, যিনি শুধু শিল্প-সাহিত্যের জন্য এক জীবন খরচ করেছেন। এবং মেঘচিলের এটিই প্রথম কোনো বিশেষ আয়োজন। নানাবিধ সীমাবদ্ধতার মধ্যে থেকেও সামান্য হলেও এই উদযাপনের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।

যারা লেখা দিয়ে, শিল্পকর্ম দিয়ে, পরামর্শ দিয়ে এবং যারা অধীর আগ্রহে নিয়ে আমাদের সাথে থেকেছেন, আপনাদের ধন্যবাদ জানাই।

 

বৈশ্বিক এই মহামারির কারণে আমাদের এ কাজটি সমাপ্ত করা বেশ কঠিন ছিল। অনেকেই লিখতে চেয়েছিলেন, কিন্তু বাস্তব পরিস্থিতির সাথে পেরে ওঠেননি। আরো কিছু লেখা প্রকাশের ঘোষণা আমরা দিয়েছিলাম, তাঁরা লিখতে পারেননি কিন্তু আন্তরিক প্রচেষ্টা ছিল।

যাবতীয় দুর্যোগ কাটিয়ে সুন্দর সময় ফিরে পাক পৃথিবী। এই মহামারিতে যাঁদের আমরা হারিয়েছি, তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।

 

‘সেলিম মোরশেদ: নির্বাণে উদযাপন’ ক্রোড়পত্রটি আমরা উৎসর্গ করছি, অকালপ্রয়াত কবি সঞ্চয় প্রথমকে।

 

শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী আর সচেতন পাঠকমহলে সেলিম মোরশেদের কথাসাহিত্য বহু আগেই প্রতিষ্ঠিত। নতুন প্রজন্মের কাছে আমাদের বলার এইটুকুই আছে, মূলত তিনি কথাসাহিত্যিক হলেও শিল্পের এতোগুলো মাধ্যমে, স্বল্প অথচ এই সফল বিচরণ খুব কম শিল্পীর ভেতরেই দেখা যায়।

 

তাঁর ‘রচনাসংগ্রহ-১’ থেকে একটা গানের ফুটনোটে বলা হয়েছে— বড় বোনের জন্যে একুশে ফেব্রুয়ারির এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁকে ওই গানটা লিখতে হয়েছিল। যখন তাঁর চৌদ্দ বছর বয়স। হয়তো বা, গান দিয়েই লেখালেখির শুরু এমনটা অনুমান করা যায়। আমরা তাঁর শিল্পকর্মের, বিশেষ করে উপন্যাস, নাটক বেশ ক’টি উল্লেখযোগ্য গল্প, প্রবন্ধ এখানে স্থাপন করতে পারিনি নানাবিধ কারণে। ভবিষ্যতে চেষ্টা থাকবে সেলিম মোরশেদকে পূর্ণাঙ্গরূপে দেখার— শিল্পে, বিশ্লেষণে।

 

মেঘচিলকে এই ক্রোড়পত্র আয়োজনের অনুমতি দেয়ায় লেখকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সম্পাদক
বিজন অরণ্য

 

ক্রোড়পত্র-লোগো
সব্যসাচী হাজরা

 

শিল্পকর্ম
ঢালী আল মামুন
শাহীনুর রহমান
মোশারফ খোকন
নির্ঝর নৈঃশব্দ্য
মোস্তাফিজ কারিগর
রাজীব দত্ত

সজীব সেন

 

কৃতজ্ঞতা
হাবিব ওয়াহিদ
মারুফুল আলম
সাগর নীল খান

আহ্‌মেদ লিপু
নাভিল মানদার
আবীর ফেরদৌস মুখর

 

মেঘচিলের বিশেষ ক্রোড়পত্র হিসেবে
ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত।

 

www.meghchil.com
কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

সেলিম মোরশেদ একনজরে

জন্ম: ২২ মার্চ ১৯৬২
জন্মস্থান: যশোর শহর

বইপত্র
সাপলুডু খেলা (উপন্যাস)

গল্পগ্রন্থ
কাটা সাপের মুণ্ডু

রাতে অপরাজিতা গাছে ফুল
বাঘের ঘরে ঘোগ
কান্নাঘর

মানুষ উত্তম (নাট্যগ্রন্থ )

দাঁড়িয়ে অতৃপ্ত রোদ (কবিতাগ্রন্থ)

পাল্টা কথার সূত্রমুখ অথবা বুনো শুয়োরের গোঁ (গদ্য )

অমায়িক খচ্চর (প্রবন্ধ)

 

পুরস্কার ও সম্মাননা
‘স্বগতকণ্ঠ’ আয়োজিত ‘রচনাসংগ্রহ-১’-এর প্রকাশনা অনুষ্ঠান ও সম্মাননা’ ২০১১, যশোর।

‘লোক সাহিত্য পুরস্কার’ ২০১৯।

পর্যবেক্ষণ
আলোচনা: গ্রন্থনির্ভর

উপন্যাস: সাপলুডু খেলা

 

গল্পগ্রন্থ
কাটা সাপের মুণ্ডু

 

রাতে অপরাজিতা গাছে ফুল

 

বাঘের ঘরে ঘোগ

 

কান্নাঘর

 

নাট্যগ্রন্থ: মানুষ উত্তম

 

কবিতাগ্রন্থ: দাঁড়িয়ে অতৃপ্ত রোদ

 

প্রবন্ধগ্রন্থ: অমায়িক খচ্চর

 

আলোচনা: গল্পনির্ভর
আলাপচারিতা

আলাপচারিতা

 

প্রশ্ন: প্রশ্নসমূহ

Meghchil   is the leading literary portal in the Bengali readers. It uses cookies. Please refer to the Terms & Privacy Policy for details.