:
Days
:
Hours
:
Minutes
Seconds
Author Picture
সেলিম মোরশেদ

কথাসাহিত্যিক

রবার্ট ফ্রস্টের দু’টি কবিতা
শিল্পকর্ম: নির্ঝর নৈঃশব্দ্য

রবার্ট ফ্রস্টের দু’টি কবিতা

ভূমিকা ও অনুবাদ: সেলিম মোরশেদ

স্টপিং বাই উডস অন এ স্নোয়ি ইভনিং

[রবার্ট ফ্রস্টের (রবার্ট লি ফ্রস্ট) জন্ম ১৮৭৪ সাল, সানফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়ায়। ইংল্যান্ডে তাঁর কবিতার প্রাথমিক প্রচারণা ঘটলেও মূলত তিনি ছিলেন বিশ শতকের আমেরিকার শীর্ষস্থানীয় খ্যাতিমান কবি। গ্রামীণ জীবনের বাস্তব-স্বর এবং ভাষার কথ্যরূপ তাঁর কবিতার বৈশিষ্ট্য। ‘স্টপিং বাই উডস অন এ স্নোয়ি ইভনিং’ ফ্রস্টকে দুনিয়াজোড়া খ্যাতি এনে দেয়। কবিতাটি বহু ভাষায় অনূদিত হয়। বাংলা ভাষায় বেশ ক’জন গুণীর হাতেও কবিতাটি রূপান্তরিত হয়েছে।]

সন্ধ্যায় তুষারস্নাত বনভূমিতে

এই বন যার তাকে যেন চেনা লাগে।
হবে তার ঘর এই গঞ্জের মাঝে;
দেখবে না সে তো এমন দাঁড়িয়ে দৃশ্যত কোনো রেখা
অপারগ ব’লে অবকাশ নেই, তুষার-বনানী দেখা।

অথচ ছোট্ট ঘোড়াটা ভাবছে হারিয়ে ফেলেছি দিক কী আমার?
হঠাৎ-ই বা কেন থমকে যাওয়া– নেই তো সামনে বাড়ি ও খামার?
নাড়িয়ে ঘণ্টি ঝাঁকি দেয় সে যেন গূঢ় জিজ্ঞাসা–
শীতল জমাট হ্রদের ওপর কী-যে ঘোর–অমানিশা!

হাওয়ায় ভাসছে নূপুরের সুর আঁধারসিক্ত বনে
ক্ষণে ক্ষণে সেই পতিত তুষার মুগ্ধচিত্তে শোনে!

কৃষ্ণ বনের নিবিড় ছোঁয়ায় থেমে যেতে হয় মায়ায়
দ্রুত ভেবে নিই, আমি যে ঋদ্ধ অঙ্গীকারের ছায়ায়।
দূরে যেতে হবে– অনেক দূরে যে–ওয়াদা করেছি ভাই;
দূরে যেতে হবে সে-অনেক দূরে ঘুমানো যাবে না তাই।

উৎসর্গ: আদনান মুস্তাকিম অর্পণ౼আত্ম-অনুরণন।
(‘সূর্যঘড়ি’-সেপ্টেম্বর ২০১৮-তে প্রকাশিত।)

 

‘দি রোড নট টেকেন’

যে পথে যাইনি আমি

দুটি পথ ওগো দুদিকে গিয়েছে হলুদ
বনের পাতায়
বেদনায় বলি, একসাথে যাওয়া হলো না অপারকতায়,
অথচ ব্রজনে আমি যে বিমূঢ় রুদ্ধ নীরবে—
পথ যেন আজ বলছে ঠিকানা বাঁকা ঝোপঝাড়ে, সগৌরবে।

বেছে নিতে হলো একটি পথ,
অন্যটিও মনোরম কতো-
তবুও ভাবি-অনেক ভালো-
সতেজ ঘাস জমে আছে যতো,
ছাঁটা দরকার, হাঁটে পথিকের পা, যেন
পা’য়ে ভারসাম্য
অবশ্যই তারা,দুটি সহোদরা,
কতোটুকু তারতম্য?

সকালবেলায় দুই সহোদরা দুই পাশ
জুড়ে বিস্তৃত তারা
পাতায় ছাওয়া অবগুণ্ঠিত-হয়নি
পথিক দিগ্বিদিকহারা;

আহা! বাছাই পথেও সংশয় আসে,
নি:শ্বাস তবু দুলে দুলে ভাসে,
যুগে যুগে বলে,হবে কি ফেরা কোনোদিন কোনো কাতারে?

তেমন পথই নিয়েছি বেছে
স্বতন্তরার ডুবসাঁতারে।

উৎসর্গ: আরমান মাশরুক অর্ক-কে।

Meghchil   is the leading literary portal in the Bengali readers. It uses cookies. Please refer to the Terms & Privacy Policy for details.

error: Content is protected !!