[নানা সময়ে সেলিম মোরশেদ প্রায় দুই শতাধিক ছবি এঁকেছেন। নানা জায়গায় সেগুলো ছড়িয়ে-ছিটিয়ে থাকায় আমরা খুব বেশি চিত্রকর্ম সংগ্রহ করতে পারিনি। তাঁর চিত্রকর্ম প্রসঙ্গে উলুখড় প্রকাশক সাগর নীল খান ‘রচনাসংগ্রহ-১’-এর ‘উত্তর কথনে’ লিখেছেন—
”১৯০৫ সালে ছবি আঁকিয়েরা এক নতুন রীতির সূচনা করেন। ‘ফভিজম। কী ছিল ওঁদের অন্বিষ্ট? ইমপ্রেশনিজমের বিরুদ্ধে দ্রোহ। …তখন ওঁরা আনলেন তীব্র-দীপ্র রঙের ঝলক, চড়া রঙ, কড়া রঙ। প্রাঞ্জল রেখামালার বি-কৃতি, সমতল প্যাটার্ন, আকাডেমিক ঊষরতার জায়গায় ঝলমলে বর্ণদ্যুতি।’ সেলিম মোরশেদের ছবি আদিমতায় নিয়ে যায়।”]