জনি ক্যাশের গান : Hurt
ক্ষত
এখনো বেঁচে আছি কিনা দেখতে
নিজেই নিজেকে বিক্ষত করেছি আজ
বেদনার দিকে চেয়ে দেখি
এই একমাত্র জিনিস যা বাস্তব।
সুঁইয়ে ফোটানো একটি ছিদ্র
পুরানো চেনা দংশন
সব ভুলে যাওয়ার চেষ্টা
অথচ সব মনে পড়ে যায় আমার।
ও আমার দরদি বন্ধু
এ আমি কী হলাম
প্রতিটি চেনা মুখ
বহুদূরে চলে গেল শেষে।
এবার তুমি নিতে পারো সব
আমার ধূলার সাম্রাজ্যে
তোমাকে টেনে নামাবো আমি
তোমাকে ক্ষত-বিক্ষত করবো আমি।
মিথ্যাবাদীর আসনে বসে
আমি পরেছিলাম কাঁটার মুকুট
ক্ষয়ে যাওয়া সব ভাবনা
তাকে আর সারিয়ে তুলতে পারি না আমি।
সময়ের মরিচার নিচে
অনুভূতিগুলোও মিলিয়ে যায়
তুমি তো কেউ একজন তবু
আমি তো এখনো ঠিক রয়ে গেছি।
ও আমার দরদি বন্ধু
এ আমি কী হলাম
প্রতিটি চেনা মুখ
বহুদূরে চলে গেল শেষে।
এবার তুমি নিতে পারো সব
আমার ধূলার সাম্রাজ্যে
তোমাকে টেনে নামাবো আমি
তোমাকে ক্ষত-বিক্ষত করবো আমি।
যদি আবার শুরু করতে পারি
যোজন যোজন দূরে
নিজেকে রেখে দেবো আমি
খুঁজে নেব নতুন কোনো পথ।
শুনুন- ‘Hurt’