মশিউল আলম
জন্ম ১৫ জুলাই, ১৯৬৬; জয়পুরহাট। সাংবাদিকতায় স্নাতকোত্তর। লেখালেখি শুরু ৮০ দশকের মাঝামাঝি গল্প দিয়ে। ১৯৯৪ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘রুপালী রুই ও অন্যান্য গল্প’। প্রথম প্রকাশিত উপন্যাস ‘আমি শুধু মেয়েটিকে বাঁচাতে চেয়েছি’ বেরিয়েছে ১৯৯৯ সালে। এটির কাহিনী অবনম্বনে ‘পলায়নপর্ব’ নামে নির্মিত হয়েছে ধারাবাহিক টিভিনাটক।
২০০২ সালে প্রকাশিত তাঁর দ্বিতীয় গল্পগ্রন্থ ‘মাংসের কারবার’ দেশের গল্পপাঠকদের দৃষ্টি আকর্ষণ করে। ‘তনুশ্রীর সঙ্গে দ্বিতীয় রাত মশিউল আলমের একটি বহুল আলোচিত উপন্যাস। ‘২০০৯‘ ও ‘প্রিসিলা’ নামে দুটি সামাজিক ফ্যান্টাসি উপন্যাসও তিনি লিখেছেন। মূল রুশ থেকে অনুবাদ করেছেন ফিউদর দস্তইয়েফস্কির উপন্যাস ‘সাদা রাত’।
মশিউল আলম ঢাকার দৈনিক ‘প্রথম আলো’য় সহকারী সম্পাদক হিসেবে কর্মরত।