তানভীর মোকাম্মেল
জন্ম: ৮ মার্চ ১৯৫৫, খুলনায়। প্রখ্যাত বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক এবং কবি। তিনি বাংলাদেশ ফিল্ম ইন্সটিটিউটের পরিচালক ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রাক্তন প্রেসিডেন্ট। তিনি এখন পর্যন্ত নির্মাণ করেছেন ২২টি চলচ্চিত্র। এর মধ্যে বেশিরভাগই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র।
তাঁর নির্মিত চলচ্চিত্রগুলো হলো-
স্মৃতি একাত্তর (১৯৯১), একটি গলির আত্মকাহিনী (১৯৯৩), নদীর নাম মধুমতী (১৯৯৫), স্বপ্নার স্কুল (১৯৯৬), অচিন পাখি (১৯৯৬), চিত্রা নদীর পারে (১৯৯৯), লালসালু (২০০১), লালন (২০০৪), কর্ণফুলীর কান্না (২০০৫), তাজউদ্দীন আহমদ: নিঃসঙ্গ সারথি (২০০৭), বস্ত্রবালিকারা (২০০৭), স্বপ্নভূমি (২০০৭), রাবেয়া (২০০৮), ১৯৭১ (প্রামান্যচিত্র) (২০১১), দ্য জাপানীজ ওয়াইফ (২০১২), জীবনঢুলী (২০১৪)।
নির্মাণাধীন- সীমান্তরেখা, রূপসা নদীর বাঁকে।
শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাঁকে ২০১৭ সালে একুশে পদকে ভূষিত করে।