:
Days
:
Hours
:
Minutes
Seconds
Author Picture

তানভীর মোকাম্মেল

জন্ম: ৮ মার্চ ১৯৫৫, খুলনায়। প্রখ্যাত বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক এবং কবি। তিনি বাংলাদেশ ফিল্ম ইন্সটিটিউটের পরিচালক ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রাক্তন প্রেসিডেন্ট। তিনি এখন পর্যন্ত নির্মাণ করেছেন ২২টি চলচ্চিত্র। এর মধ্যে বেশিরভাগই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র।

 

তাঁর নির্মিত চলচ্চিত্রগুলো হলো-
স্মৃতি একাত্তর (১৯৯১), একটি গলির আত্মকাহিনী (১৯৯৩), নদীর নাম মধুমতী (১৯৯৫), স্বপ্নার স্কুল (১৯৯৬), অচিন পাখি (১৯৯৬), চিত্রা নদীর পারে (১৯৯৯), লালসালু (২০০১), লালন (২০০৪), কর্ণফুলীর কান্না (২০০৫), তাজউদ্দীন আহমদ: নিঃসঙ্গ সারথি (২০০৭), বস্ত্রবালিকারা (২০০৭), স্বপ্নভূমি (২০০৭), রাবেয়া (২০০৮), ১৯৭১ (প্রামান্যচিত্র) (২০১১), দ্য জাপানীজ ওয়াইফ (২০১২), জীবনঢুলী (২০১৪)।

নির্মাণাধীন- সীমান্তরেখা, রূপসা নদীর বাঁকে।

 

শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাঁকে ২০১৭ সালে একুশে পদকে ভূষিত করে।

Meghchil   is the leading literary portal in the Bengali readers. It uses cookies. Please refer to the Terms & Privacy Policy for details.