ইহতিশাম আহমদ
পরিচালক, চিত্রগ্রাহক, ভিডিও এডিটর, লেখক, অভিনেতা ও প্রশিক্ষক। তিনি ১৯৯৮ সালে দিনাজপুরের নবরূপী থেকে অভিনয় প্রশিক্ষণ গ্রহণ করেন।
২০০০ সালে রাশিয়ান কালচারাল সেন্টারের সহায়তায় ক্যামেরাম্যান আব্দুস সামাদ পরিচালিত ফিল্ম ইন্সটিটিউট অফ বাংলাদেশ (এফআইবি) থেকে টেকনিক অফ ফিল্ম মেকিং কোর্স সম্পন্ন করেন।
২০০৫ সালে একুশে টেলিভিশন থেকে এডভান্স ক্যামেরা অপারেশন কোর্স সম্পন্ন করেন।
২০০৬ সালে বিবিসিএর সহায়তায় চ্যানেল আই আয়েজিত বেসিক টিভি প্রডাশন টেকনিক শীর্ষক মাস ব্যাপী ওয়ার্কশপে প্রথম স্থান অধিকার করেন।
২০১৪ সালে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ত্রিকোন চলচ্চিত্র শিক্ষালয় নামক একটি ফিল্ম স্কুল প্রতিষ্ঠা করেন।
তিনি ২০১৩ থেকে ২০১৬ পযর্ন্ত চ্যানেল নাইন-এ নিউজ ক্যামেরাপারসন হিসাবে কর্মরত ছিলেন।
২০০৩ থেকে ২০০৫ পযর্ন্ত দৈনিক জনকন্ঠে বিনোদন সাংবাদিকতা করেন।
ইহতিশাম আহমদ ২০০০ থেকে ২০০৬ পর্যন্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক সংগঠনে অভিনয় ও আবৃত্তি প্রশিক্ষক হিসাবে কাজ করেন। তিনি একাধিক আর্ন্তজাতিক পুরস্কার প্রাপ্ত শর্টফিল্ম “পোস্টার”সহ একাধিক শর্ট ফিল্মে অভিনয় করেছেন।
প্রকাশিত বই সংখ্যা দুই। চলচ্চিত্র র্ণিমাণে এক ডজন টিপস, আর ভালোবাসব না (কাব্যগ্রন্থ)।
ই-মেইল- [email protected]