:
Days
:
Hours
:
Minutes
Seconds
Author Picture
মুম রহমান

গল্পকার, অনুবাদক ও চলচ্চিত্র সমালোচক

শরীরের জন্য সমাধিলিপি : পাওলো লেমিনস্কি’র কবিতা

শরীরের জন্য সমাধিলিপি : পাওলো লেমিনস্কি’র কবিতা

ব্রাজিলে জন্ম নেয়া পাওলো লেমিনস্কি ল্যাটিন আমেরিকান সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কবি। নতুন ধারার বিপ্লবী এই কবি নানা আকৃতির কবিতার পাশাপাশি হাইকু লিখেও জনপ্রিয় হন। কবিতার পাশাপাশি তিনি সাহিত্য সমালোচনা, জীবনী রচনা, অনুবাদ শিক্ষকতা করেছেন। লেমিনস্কি ফরাসি, ইংরেজি, স্প্যানিশ, জাপানি, ল্যাটিন ও গ্রীক ভাষায় বিশেষ দক্ষ ছিলেন। জেমস জয়েস, স্যামুয়েল বেকেট, ইউকিও মিশিমা, মাৎসু বাশু প্রমুখের কাজ অনুবাদ করেছেন তিনি। তিনি নিজের নব্যধারার কবিতা এবং হাইকু’র জন্য বেশি বিখ্যাত ছিলেন। অতিরিক্ত মদ্য আসক্ত প্রতিভাবান ভাষাবিদ, কবি, লেখক ও অনুবাদক পাওলো লেমিনস্কি মাত্র ৪৫ বছরের লিভার সিরোসিসে মারা যান।


পাওলোলেমিনস্কি

পাওলালেমিনস্কি
একটা পাগলা কুত্তা
তাকে পিটিয়ে মেরে ফেলা উচিত
একটা পাথর কিংবা একটা লাঠি দিয়ে
আগুনে পুড়িয়ে কিংবা একটা লাথি দিয়ে
অথবা হয়তো সে খুব ভালোভাবে পারবে
শুয়োরের বাচ্চাটা
আমাদের পিকনিক নষ্ট করতে।

 

সমাধিলিপি ১

শরীরের জন্য সমাধিলিপি

এইখানে শুয়ে আছেন মহান কবি।
তিনি কিছুই লিখে রেখে যাননি।
এই নিরবতা, আমি ধারণা করি,
তার পূর্ণাঙ্গ রচনাবলী।

 

সমাধিলিপি ২

আত্মার জন্য সমাধিলিপি

এইখানে শুয়ে আছেন একজন শিল্পী
দূর্যোগের ওস্তাদ
জিয়ন্ত
শিল্পের প্রখরতায়
যা তার হৃদয়কে ধ্বংস করেছিলো

ঈশ্বর অনুগ্রহ করুন
তার ছদ্মবেশ সমূহকে।

 

জীবন

জীবন একটা গরু
তাকে তুমি নদীর ধারে রেখেছো
পিরানহাদের আকৃষ্ট করতে
যখন পশুপালক চলে যায়

 

কবিতা হলো ভাষার স্বাধীনতা

কবিতা
হলো স্বাধীনতা
এই ভাষার আর
প্রত্যেকের
জন্য।

 


অলংকরণ : রাজিব রায়

Meghchil   is the leading literary portal in the Bengali readers. It uses cookies. Please refer to the Terms & Privacy Policy for details.